পশ্চিমবঙ্গের ক্যান্টনমেন্ট বোর্ড অফিস (WB Cantonment Board) থেকে চাকরির এক নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে গ্রুপ-সি (Group-C) এবং গ্রুপ-ডি (Group-D) বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
যেসমস্ত ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছে তাদের জন্য এটি সুখবর। কেননা পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে সকল চাকরি প্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে আবেদন করতে পারবে। সরাসরি অফলাইনের মাধ্যমে সবাইকে আবেদন করতে হবে।
চলুন এইবার আমরা জেনে নিই গ্রুপ-সি, ডি কোন কোন পদে নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়সসীমা কত দরকার, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
WB Cantonment Board Group-C Group-D Recruitment
নোটিশ নম্বরঃ JCB/20/IX/0
নোটিশ প্রকাশের তারিখঃ 30.11.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
ক্যান্টনমেন্ট বোর্ডে নিয়োগের বিস্তারিত তথ্য (WB Cantonment Board Recruitment Details)
(1) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক (L.D.C.)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 6 অনুযায়ী 22700 থেকে 58500 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(2) পদের নামঃ পিয়ন (peon)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 1 অনুযায়ী 17700 থেকে 43600টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ সাফাই কর্মচারী (Safai karmachari)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 1 অনুযায়ী 17000 থেকে 43600 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(4) পদের নামঃ নাইট গার্ড (Night Guard)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 1 অনুযায়ী 17700 থেকে 43600 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(5) পদের নামঃ ফরেস্ট গার্ড (Forest guard)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 1 অনুযায়ী 17700 থেকে 43600 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(6) পদের নামঃ R.M.O.
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 16 অনুযায়ী 56100 থেকে 144300 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.B.B.S. পাশ করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(7) পদের নামঃ ওভারসিইয়ার কাম স্যানিটারি (Overseer Cum Sanitary Inspector)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 10 অনুযায়ী 32100থেকে 82900 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
ক্যান্টনমেন্ট বোর্ডে নিয়োগের বয়সসীমা
শুধুমাত্র R.M.O. পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স 23 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং বাকি সমস্ত পদের জন্য প্রার্থীদের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
ক্যান্টনমেন্ট বোর্ডে নিয়োগের পদ্ধতি
উপেরের সমস্ত পদের ক্ষেত্রে নির্দিষ্ট পদ অনুযায়ী ইইন্টারভিউ, লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টর মাধ্যমে নিয়োগ করা হবে।
ক্যান্টনমেন্ট বোর্ডে নিয়োগের আবেদন পদ্ধতি
রাজ্যের ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্রকাশিত উপরের সমস্ত পদের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কিভাবে আবেদন করতে হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হল-
- প্রথমে ক্যান্টনমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করার একটি ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর সেটি প্রিন্ট করতে হবে। (আবেদনকারীদের সুবিধার জন্য আমরা ঐ ফর্ম ডাউনলোড করার ডাইরেক্ট লিংক নিচে দিয়েছি, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে)।
- এরপর আবেদন করার ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে।
- এরপরে নির্দিষ্ট পদ অনুযায়ী আবেদনপত্রটিকে সমস্ত তথ্য দিয়ে ভালোভাবে পূরন করতে হবে।
- আবেদনপত্র পূরন করার পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলিকে জেরক্স ও সেল্ফ আ্যটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
- সবশেষে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচের ঠিকানায় নির্ধারিত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
ক্যান্টনমেন্ট বোর্ডে নিয়োগের আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Cantonment Board Office, Jalapahar, Darjeeling, West Bengal – 734105.
ক্যান্টনমেন্ট বোর্ডে নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 30.11.2022 |
আবেদন শুরু | 30.11.2022 |
আবেদন শেষ | 20.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট (Job update) মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদনপত্র ডাউনলোড | Click Here |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 জলবিদ্যুৎ নিগমে নিয়োগের বিজ্ঞপ্তি
🎯 রাজ্যে CHA সহ বিভিন্ন পদে চাকরি
🎯 ইন্টারভিউ হলেও প্যারা টিচারদের চাকরি এখনই না