বছরের শেষের দিকে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর (Food Processing Department)-এ কর্মী নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এক্ষেত্রে নিয়োগটি পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে।
যে সমস্ত চাকরি প্রার্থীরা এই ধরনের চাকরি জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য ভালো সুযোগ হতে চলেছে। তবে বিভিন্ন চাকরির মত এই চাকরিটির ক্ষেত্রেও অনলাইনে আবেদন করতে হবে। তাই আবেদন করার আগে নিয়োগের বিস্তারিত তথ্য যেমন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শূন্যপদ কয়টি রয়েছে, মাসিক বেতন কত করে দেওয়া হবে এবং কি করে আবেদন করতে হবে তা ভালো করে একবার দেখে নিন।
WB Food Processing Department Recruitment 2022
খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরে নিয়োগের বিস্তারিত তথ্য (WBPSC Food Processing Department Recruitment Details)
নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: 11/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 27.11.2022
আবেদনের মাধ্যম: অনলাইন (Online) এর মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: প্ল্যান্ট প্যাথলজিস্ট (Plant Pathologist)
মাসিক বেতন: পে লেভেল 16 অনুযায়ী 56,100 থেকে 1,44,300 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা: উক্ত পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 36 বছরের বেশি হওয়া চলবে না। অর্থাৎ 36 বছরের কম বয়সীরা আবেদন করতে পারবে। বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কমপক্ষে সেকেন্ডে ক্লাস পেয়ে বোটানি (Botany) অথবা এগ্রিকালচার (Agriculture) বিষয়ে মাস্টার ডিগ্রী করা থাকতে হবে।
শূন্যপদ: 1 টি
নিয়োগ প্রক্রিয়া:
প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ওই লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে পাশ করলে সরাসরি নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।
(2) আবেদন করার আগে প্রত্যেক চাকরিপ্রার্থীকে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
(3) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে দরকারি তথ্য দিয়ে লগইন করে উক্ত পদের জন্য আবেদন করতে হবে।
(4) যারা এর আগে অন্য কোন নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রেখেছে, তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। তারা সরাসরি লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করবে।
(5) অনলাইনে দরকারি তথ্য পূরণ করার পর সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি:
আবেদন করার জন্য 210 টাকা অনলাইনে জমা করতে হবে। পশ্চিমবঙ্গের ST, SC শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দেওয়ার কোন প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 27.11.2022 |
আবেদন শুরু | 02.12.2022 |
আবেদন শেষ | 23.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 মাধ্যমিক পাশে নালকো (NALCO)-তে নিয়োগ
🎯 বাচ্চাদের প্রাইমারি স্কুলে ভর্তি নিয়ে কড়া নির্দেশ সরকারের
🎯 রাজ্যের হস্তশিল্প উন্নয়ন দপ্তরে চাকরি