1/9: 2018 সালে শেষবারের মত খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর (Food SI) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। মেধা তালিকা বের করতে অবশ্য বছর দুয়েক গড়িয়ে দেয় সরকার।
2/9: বহু টালবাহানার পর 31 শে ডিসেম্বর, 2020 সালে সাব ইন্সপেক্টর পরীক্ষার লিস্ট বের করা হয়। সেই তালিকায় নাম ছিল 957 জনের। সেই লিস্টের মধ্যে থেকে মাত্র 100 জনকে নিয়োগ করা হয় চাকরিতে। তবে, সেই নিয়োগেও অস্বচ্ছতা রয়েছে এমন অভিযোগে মামলা দায়ের করা হয় রাজ্যের কলকাতা হাইকোর্টে।
3/9: হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, চলতি বছরের 9 এপ্রিলের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু এরপরেও নিয়োগ শুরু হয়নি। 2020 সালের লিস্টে নাম থাকা যোগ্য প্রার্থীরা এখন অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন।
4/9: আগের বারের নিয়োগ সংক্রান্ত কোনও উদ্যোগ না নিয়েই গত 10 মে, 2023 তারিখে পাবলিক সার্ভিস কমিশনের তরফে ফের ফুড সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
5/9: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুব শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কমিশনের তরফে, যেখানে শূন্যপদ, বেতনক্রম ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা থাকবে। তবে, কবে নাগাদ সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তা স্পষ্ট করেনি কমিশন।
6/9: জানানো হয়েছে কমিশনের নিজের ওয়েবসাইট, wbpsc.gov.in এ বিশদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, সামনেই পঞ্চায়েত ভোট, তাই ভোট বক্স ভরাতে বেশ বড়ো সংখ্যক শূন্যপদ থাকার সম্ভাবনা রয়েছে এবারে।
7/9: তবে, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আগের বছরের উত্তীর্ণ প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
8/9: প্রসঙ্গত উল্লেখ্য, মাধ্যমিক পাশ এবং বাংলা ভাষাতে লেখা , বলা এবং পড়ার দক্ষতা থাকলেই ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন করা যায়। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হয় এখানে। আবেদন করতে হয় অনলাইনে। বেতন দেওয়া হয় 5,400 থেকে 25,500 টাকা পর্যন্ত।
9/9: চলতি বছরের জন্য কমিশনের তরফে নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেই, তার আপডেট দিয়ে দেওয়া হবে কাজকর্ম- এর ওয়েবসাইটের মাধ্যমে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- রাজ্যে রেলওয়ে সেফটিতে গ্রুপ-C চাকরি
- সরকারি স্কুল শিক্ষকরা টিউশন পড়ালেই বিপদ!
- উচ্চ মাধ্যমিক পাশে SSC এর মাধ্যমে 1600 শূন্যপদে চাকরি
- রাজ্যে এই সমস্ত নিয়োগ নিয়ে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা