পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যান সমিতিতে চাকরির জন্য অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে। ইচ্ছুক এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে 5 মার্চ থেকে। নিয়োগ করা হবে প্রোজেক্ট কোঅর্ডিনেটর এবং ফিল্ড ইনভেস্টিগেটর পদে। এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
WB Health and Family Welfare Samiti Recruitment 2022
নোটিশ নম্বরঃ SHFWS/2022/247
নোটিশ প্রকাশের তারিখঃ 23.02.2022
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) প্রোজেক্ট কোঅর্ডিনেটর (Project Coordinator)
(2) ফিল্ড ইনভেস্টিগেটর (Field Investigator)
পদ সংক্রান্ত তথ্য (Post Details)
(1) পদের নাম- প্রোজেক্ট কোঅর্ডিনেটর
মাসিক বেতন- ৪৫ হাজার টাকা মাসিক বেতন (Salary) দেওয়া হবে।
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- AICTE এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ফার্মেসির ডিগ্রি থাকতে হবে। সেইসাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1 টি (UR)
(2) পদের নাম- ফিল্ড ইনভেস্টিগেটর
মাসিক বেতন- ২৫ হাজার টাকা মাসিক বেতন (Salary) দেওয়া হবে।
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- AICTE এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ফার্মেসির ডিগ্রি থাকতে হবে।সেইসাথে চার বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1 টি (UR)
নিয়োগ প্রক্রিয়াঃ
(1) অ্যাকাডেমিক কুয়ালিফিকেশন
(2) অভিজ্ঞতা
(3) ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়াঃ
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (www.wbhealth.gov.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারা যাবে। আগামী ৫ মার্চ থেকে আবেদন শুরু হলে ওয়েবসাইটে আবেদন করার লিংক Provide করে দেওয়া হবে। যেটিতে ক্লিক করে আবেদন করা যাবে।
আবেদন ফিঃ 100 টাকা
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 23.02.2022 |
আবেদন শুরু | 05.03.2022 |
আবেদন শেষ | 20.03.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update