1/8: প্রতিনিয়ত খবরে উঠে আসছে নিয়োগ দুর্নীতি। এরই মাঝে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত মাদ্রাসাগুলিতে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 12 মে থেকে আবেদন গ্রহণের জন্য পোর্টাল খুলে দেওয়া হয়েছে।
2/8: ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা 12 জুন, রাত 11.59 পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। বর্তমানে মাদ্রাসায় প্রাইমারি, আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির অ্যাসিস্ট্যান্ট টিচার পদে শিক্ষক নিয়োগ করা হবে।
3/8: রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে গত মাসের এপ্রিলে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, সপ্তম SLST পরীক্ষার মাধ্যমে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করা হবে। পরীক্ষাটিতে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সাথে 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। মোট 100 নম্বরের মধ্যে প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।
4/8: এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হল রাজ্যের মাদ্রাসাগুলিতে থাকা মোট শূন্যপদের সংখ্যা। পর্ষদের প্রকাশিত লিস্টে উল্লেখ করা আছে, পোস্ট গ্র্যাজুয়েট স্তরে মোট 26 টি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
5/8: এর মধ্যে রয়েছে, নৃবিজ্ঞান, আরবি, বাংলা, জীববিজ্ঞান, রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, CA , অর্থনীতি, ইংরেজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ভূগোল, ইতিহাস, হোম ম্যানেজমেন্ট এবং হোম সায়েন্স, ইসলামী ইতিহাস, অঙ্ক, পুষ্টিবিদ্যা ইত্যাদি সহ আরও বেশ কয়েকটি বিষয়। এই স্তরে মোট 262 টি শূন্যপদ রয়েছে।
6/8: অন্যদিকে, গ্র্যাজুয়েট স্তরে 10 টি বিষয়ে শূন্যপদ রয়েছে। থিওলজি, আরবি, বাংলা, জীবন বিজ্ঞান, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, ভৌত বিজ্ঞান, উর্দু বিষয়ে শিক্ষক পদে প্রার্থী নিয়োগ করা হবে। এখানে মোট 811 টি শূন্যপদ রয়েছে।
7/8: পাশাপাশি, SLST (AT) (TET) পরীক্ষার মাধ্যমে এখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট স্তরে আরবি এবং থিওলজির শিক্ষক নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট স্তরে 609 টি শূন্যপদ রয়েছে এবং আন্ডার গ্র্যাজুয়েট স্তরে রয়েছে 47 টি শূন্যপদ।
8/8: অর্থাৎ সব মিলিয়ে এই বারের SLAT থেকে হাজারেরও বেশি পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। রাজ্যের মাদ্রাসাগুলিতে কোন কোন বিভাগে এবং কি কি বিষয়ে ঠিক কয়টি শূন্যপদ রয়েছে তা নিচের লিংকে ক্লিক করে PDF ফাইল ডাউনলোড করে দেখে নিন।
শূন্যপদের তালিকা: PDF Download
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- রাজ্যের মাদ্রাসায় 1729 শূন্যপদে নিয়োগ (Apply Now)
- কলকাতা মেট্রো রেলে চাকরি
- অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে চাকরি
- শুধু মাধ্যমিক পাশে ১২ হাজার শূন্যপদে পোস্ট অফিসে নতুন চাকরি