TET Result Delay: প্রাইমারি টেটের রেজাল্ট প্রকাশে দেরি, এই দুটি কারণ দেখালেন পর্ষদ কর্তা

WB Primary TET Result Delay For 2 Reason

WB Primary TET Result Delay: দীর্ঘ পাঁচ বছর পর গত ১১ ডিসেম্বর হয়েছে টেট পরীক্ষা। প্রশ্ন ফাঁসের প্রবল জল্পনার মধ্যেই এই বছর সফলভাবে টেট পরীক্ষার নিতে পেরেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। পরীক্ষার দিন বিকেলে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি গৌতম পাল (Goutam Pal) বলেছিলেন, তাঁরা ১০ থেকে ১৫ দিনের মধ্যে টেট পরীক্ষার ফল প্রকাশ অর্থাৎ রেজাল্ট বের করতে পারবেন।

কিন্তু প্রায় দু’মাস হতে চলল এখনও টেট পরীক্ষার রেজাল্ট বের হল না। স্বাভাবিকভাবেই প্রায় ৭ লক্ষ টেট পরীক্ষার্থীর মধ্যে এই নিয়ে অসন্তোষ বাড়ছে। মাত্র দুই সপ্তাহের মধ্যে রেজাল্ট বের করার কথা বলেও কেন দু’মাস হতে চলল ফল প্রকাশ হল না তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে টেটের ফল প্রকাশের বিলম্ব নিয়ে নির্দিষ্ট জবাব দিলেন এক পর্ষদ কর্তা।

 

টেটের ফল প্রকাশে দেরি হচ্ছে কেন?

1/4: টেটের ফল প্রকাশে বিলম্ব নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তা যে কারণ তুলে ধরেছেন তাকে দু-ভাগে ভাগ করা যায়। একটা হল, পরীক্ষার খাতায় পরীক্ষার্থীদের টেকনিক্যাল ভুলের জন্য ফল প্রকাশে বিলম্ব। আর দ্বিতীয়, প্রশ্নপত্রে ভুল থাকার কারণে ‘মডেল আনসার কি’ প্রকাশে দেরি হওয়া।

2/4: প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই কর্তা জানিয়েছেন, এবারের টেট পরীক্ষায় বহু পরীক্ষার্থী সঠিকভাবে ওএমআর শিট ভর্তি করেননি। মূলত রোল নম্বর, বিষয় সহ প্রথম পাতায় যে জিনিসগুলি থাকে সেগুলি পূরণ করার ক্ষেত্রে বহু পরীক্ষার্থী গাফিলতি করেছেন। অনেকে ভুল রোল নম্বর লিখেছেন। কিন্তু মানবিক কারণে এই সমস্ত পরীক্ষার্থীদের খাতা বাতিল না করে দিয়ে তাদের নম্বর দেওয়ার চেষ্টা করছে পর্ষদ।

3/4: তার জন্য অন্যান্য নথি ঘেঁটে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের খাতাকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। তাছাড়া সঠিকভাবে ওএমআর শিট পূরণ না করার কারণে এগুলি স্বয়ংক্রিয় পদ্ধতিতে চেক করা সম্ভব হচ্ছে না। আর ম্যানুয়ালি ওএমআর শিট চেক করার কারণেই ফল প্রকাশে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওই প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তা।

4/4: এছাড়াও এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রেও কিছু ভুল ছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ ‘প্রাইমারি মডেল আনসার কি’ বের করে তা চ্যালেঞ্জ করার সুযোগ দেয় টেট পরীক্ষার্থীদের। আর তাতেই প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি উঠে আসে। ফলে চূড়ান্ত বা ‘ফাইনাল মডেল অ্যানসার কি’ তৈরি করতে সময় লাগছে। এই দুই প্রক্রিয়ার মিটে গেলে দ্রুত টেট পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিশেষজ্ঞদের অনুমান ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি টেট পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

🔥 আরো আপডেট 👇👇