রাজ্যের বস্ত্র দপ্তর অর্থাৎ MSME and Textiles Department থেকে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি (Recruitment Notice) প্রকাশিত হল। লিখিত কোন পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তাই এই চাকরিটি রাজ্যের বেশ কিছু বেকার ছেলে-মেয়েদের জন্য ভালো সুযোগ হতে পারে।
বেশি কথা না বাড়িয়ে এইবার আমরা সরাসরি এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নেব। আপনিও যদি এতে আবেদন করার কথা ভেবে থাকেন তাহলে বস্ত্র দপ্তরের এই নিয়োগের ক্ষেত্রে কোন কোন পদে চাকরি দেওয়া হবে, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কোন পদে কত দেওয়া হবে, ইচ্ছুক চাকরি প্রার্থী হিসেবে আপনি কিভাবে আবেদন করবেন তা নিচে থেকে ভালো করে জেনে নিন।
WB Textiles Department Recruitment 2022
পশ্চিমবঙ্গ বস্ত্র দপ্তরে নিয়োগের বিস্তারিত তথ্য (WB Textile Department Recruitment Details)
(1) পদের নাম: ক্লাস্টার ডেভলপমেন্ট এক্সিকিউটিভ (Cluster Development Executives- CDEs)
মাসিক বেতন: ৩৫ হাজার টাকা।
বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা ৩৮ বছরের কম থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: হ্যান্ডলুম এবং টেক্সটাইল টেকনোলজি বিষয়ে ডিগ্রী থাকতে হবে অথবা ডিপ্লোমা করতে হবে। সেই সাথে সম্পর্কিত কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: 3 টি
(2) পদের নাম: মাস্টার ট্রেনার্স (Master Trainers)
মাসিক বেতন: ৩০ হাজার টাকা।
বয়সসীমা: এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে বয়স ৪৫ বছরের কম থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস। সেই সাথে সম্পর্কিত কাজের ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: 3 টি
(3) পদের নাম: হেলপার (Helper)
মাসিক বেতন: ১৫ হাজার টাকা।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ৪৫ বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। সেই সাথে সম্পর্কিত কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: 3 টি
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত কোন পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ (Walk-in Interview) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ: 05.12.2022 (5 ডিসেম্বর 2022)
ইন্টারভিউ এর সময়: দুপুর 12.00 টার সময় থেকে ইন্টারভিউ এর প্রক্রিয়া শুরু হবে।
ইন্টারভিউ এর স্থান: Office of the Directorate of Textiles, 7th floor, N.S Building, A-Block, 1, K.S Roy Road, Kolkata 700001.
আবেদন করার প্রক্রিয়া:
(1) বস্ত্র দফতরের এই চাকরির জন্য আবেদনকারীকে প্রথমেই তার নিজস্ব একটি বায়োডাটা অর্থাৎ সিভি (CV) বানাতে হবে।
(2) ঐ সিভিতে আবেদনকারীকে তার নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার ইমেইল ইত্যাদি তথ্য পূরণ করতে হবে।
(3) বায়োডাটা বানানো হয়ে গেলে ওই বায়োডাটা পিডিএফ (PDF) বানাতে হবে। তারপর ওই বায়ো ডাটার পিডিএফ টিকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া একটি ইমেইলে পাঠাতে হবে।
আবেদনপত্রের PDF পাঠানোর ঠিকানা:
dir.handloom.[email protected]
আবেদন ফি:
আবেদন করার জন্য কোন রকম টাকা লাগবে না। নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদন ফি এর বিষয়ে কিছু জানানো হয়নি।
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের হস্তশিল্প উন্নয়ন দপ্তরে চাকরি
🎯 রাজ্যে হেলথ মিশনের অধীনে চাকরি