পশ্চিমবঙ্গের নতুন করে একটি স্কুলে গ্রুপ-ডি (Group-D) হেল্পার, কুক, সুইপার এবং গেস্ট লেকচারার পদে নিয়োগ করা হবে। রাজ্যের উপজাতী শ্রেণী উন্নয়ন দপ্তরের তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই ছেলে-মেয়ে সকল চাকরিপ্রার্থীরাই এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা উপজাতী উন্নয়ন দপ্তরের অধীনে মডেল রেসিডেন্সিয়াল স্কুলের এই চাকরির জন্য আবেদন করতে চাইছে তারা যেন বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়োগের তথ্যগুলি ভালো করে জেনে নেয় তারপরে আবেদন করে। আবেদনকারী চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য গুলি নিচে বাংলাতে পরপর জানানো হলো।
WB Tribal Development Group D Recruitment
গ্রুপ-D নোটিশ নম্বর: 1649/PO-DWJ/BCW
গেস্ট লেকচারার নোটিশ নম্বর: 1649/PO-DWJ/BCW
নোটিশ প্রকাশের তারিখ: 16.09.2022
নিয়োগের তথ্য (Recruitment Details)
গ্রুপ ডি (Group D)
(1) পদের নাম- কুক (Cook)
বেতন- প্রতি মাসে 12 হাজার টাকা
শূন্যপদ- 3 টি
(2) পদের নাম- হেল্পার টু কুক (Helper to Cook)
বেতন- প্রতি মাসে 11 হাজার টাকা
শূন্যপদ- 1 টি
(3) পদের নাম- সুইপার (Sweeper)
বেতন- প্রতি মাসে 11 হাজার টাকা
শূন্যপদ- 1 টি
বয়স সীমা: উপরের সমস্ত গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 38 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
SC, ST, OBC শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ এবং তিন বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কিছু জানানো হয়নি। তবে গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণি পাস যোগ্যতায় আবেদন করা যায়। তাই অষ্টম শ্রেণী পাস করলেই এ সমস্ত পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন।
গেস্ট লেকচারার (Guest Lecturer)
যে সমস্ত বিষয়ে গেস্ট টিচার নিয়োগ করা হবে:
জীবন বিজ্ঞান, গণিত, কেমিস্ট্রি, ফিজিক্স এবং ইকোনমিক্স।
বেতন: গেস্ট লেকচারার পদের জন্য প্রতি মাসে 12 হাজার টাকা বেতন দেওয়া হবে।
বয়স সীমা: গেস্ট লেকচারার পদে চাকরির আবেদনের জন্য আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স 40 বছরের কম হতে হবে। বয়সের হিসাব করতে হবে 1 সেপ্টেম্বর 2022 তারিখ অনুযায়ী।
SC, ST, OBC শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ এবং তিন বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে ভারতের স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে বি.এড (B.Ed) ডিগ্রী থাকা আবশ্যক।
শূন্যপদ: পাঁচটি বিষয়ের জন্য একটি একটি করে মোট 5 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
এক্ষেত্রে শুধুমাত্র মৌখিক ইন্টারভিউ (Verbal Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোন রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ইন্টারভিউ এর স্থান এবং তারিখ পরবর্তীতে জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
নিয়োগের স্থান:
জলপাইগুড়ি জেলায় অবস্থিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল- ইংলিশ মিডিয়াম (Eklavya Model Residential School- English Medium) এ নিয়োগ করা হবে।
মডেল স্কুলের ঠিকানা:
Nagrakata, P.O- Nagrakata, Dist Jalpaiguri.
আবেদন পদ্ধতি:
জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই সঠিক মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি থাকতে হবে।
আবেদন করার সময় বিভিন্ন দরকারী ডকুমেন্টস যেমন পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, আবেদনকারীর সিগনেচার ইত্যাদি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 16.09.2022 |
আবেদন শুরু | 16.09.2022 |
আবেদন শেষ | 22.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
🔽 অফিসিয়াল নোটিশ 👇
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 SSC এর মাধ্যমে স্থায়ী সরকারি চাকরির বিজ্ঞপ্তি 2022