রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এক নয়া চাকরির আপডেট। যে সমস্ত চাকরিপ্রার্থীরা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এক বিশাল বড় সুখবর।
মিউনিসিপাল সার্ভিস কমিশনে বিভিন্ন পোস্টে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সমস্ত চাকরিপ্রার্থীর আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
মিউনিসিপাল এর এই চাকরির আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি এছাড়াও আরো বিভিন্ন তথ্য নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো। এমনভাবেই প্রতিদিন নতুন নতুন চাকরি ও কাজের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।
WBMSC Various Post Recruitment 2022
নোটিশ নম্বর (1) 8 of 2022
নোটিশ নম্বর (2) 8 of 2022
নোটিশ নম্বর (3) 8 of 2022
নোটিশ প্রকাশের তারিখঃ 30.06.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ সাব অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার (Sub Assistant Civil Engineer)
বেতনঃ এই পদের জন্য পে লেভেল 12 অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সার্টিফিকেট বা এর সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 37 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 62 টি।
(2) পদের নামঃ সাব অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (Sub Assistant Mechanical Engineer)
বেতনঃ এই পদের জন্য পে লেভেল 12 অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সার্টিফিকেট বা এর সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 37 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 13 টি।
(3) পদের নামঃ সাব অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (Sub Assistant Civil Engineer)
বেতনঃ এই পদের জন্য পে লেভেল 12 অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সার্টিফিকেট বা এর সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 37 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 07 টি।
নিয়োগ পদ্ধতিঃ
মোট দুইটি ধাপের পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের মধ্যে উপযুক্ত ব্যক্তিদের বাছাই করে নির্দিষ্ট পদের চাকরিতে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা।
- পার্সোনালিটি টেস্ট।
আবেদন পদ্ধতিঃ
পশ্চিমবঙ্গের মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইট ওপেন করার পর হোম পেজে Apply Now অপশনের উপর ক্লিক করতে হবে।
এরপর নতুন একটি পেজ খুলবে। সেখানে বিভিন্ন পদে আবেদনের জন্য আলাদা আলাদা আবেদন করার লিংক দেওয়া আছে। আপনার পছন্দের পোষ্ট অনুযায়ী আবেদন করার লিংকে ক্লিক করবেন।
তারপর আবারো একটি নতুন পেজ ওপেন হবে। নিচে Apply Now লেখা দেখতে পাবেন। সেখানে ক্লিক করতে হবে। বামদিকে Sign Up লেখার উপর ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন হয়ে গেলে User Name এবং Password দিয়ে লগ ইন করতে হবে। তারপর দরকারি সমস্ত তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরন করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সম্পূর্ন করতে হবে।
আবেদন ফিঃ
আবেদন করতে 200 টাকা লাগবে, SC, ST শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে 50 টাকা।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 30.06.2022 |
আবেদন শুরু | 30.06.2022 |
আবেদন শেষ | 06.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ অফিসিয়াল নোটিশ (1) Download
▶️ অফিসিয়াল নোটিশ (2) Download
▶️ অফিসিয়াল নোটিশ (3) Download
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-