পশ্চিমবঙ্গ পুলিশে গ্রুপ-D পদে চাকরি, মাসিক বেতন 13 হাজার 500 টাকা

WBP Group D Driver Recruitment

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশের অফিসে বেশ কয়েকটি শূন্যপদে গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের বীরভূমের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অফিসে নিয়োগ দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

যে পদে নিয়োগ করা হবে

ড্রাইভার (Driver- Group-D)

বয়সসীমা

21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন জানাতে পারবেন।

বেতনক্রম

নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 13,500 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের ডকুমেন্ট জমা করতে হবে নির্দিষ্ট স্থানে। ডকুমেন্ট যাচাই করার পর প্রার্থীদের ড্রাইভিং টেস্ট এবং মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। এর পর মেরিট লিস্ট প্রস্তুত করা হবে।

যোগ্যতা

1. প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

2. অষ্টম শ্রেণী পাশ হতে হবে, সাথে বাংলা লিখতে ও পড়তে জানতে হবে।

3. LMV/M-HMV এর জন্য ভ্যালিড লাইসেন্স থাকতে হবে।

4. তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য M.T. Section থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সেই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে একটি খামে ভরে অ্যাড্রেস করতে হবে Superintendent of Police, Birbhum District।
এই খামে ভরা আবেদনপত্রটি M.T. Section, Superintendent of Police Birbhum District, Pin-731101 এর ড্রপ বক্সে জমা করে আসতে হবে।

আবেদনের সময়সীমা

07.04.2023 তারিখের মধ্যে এখানে আবেদন করে ফেলতে হবে।

যে সব ডকুমেন্ট লাগবে

(1) Copy of certificate/mark sheet of educational qualification,

(2) Copy of birth certificate/age proof Certificate,

(3) Copy of valid driving license,

(4) Copy of document as a proof for residential address,

(5) Copy of certificate in respect of working experience,

(6) 03 (Three) copy passport size colour photograph.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇