রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য এক বিশাল বড় সুখবর। 186 শূন্যপদে রাজ্যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ন্যূনতম মাধ্যমিক পাশে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। আলাদা আলাদা সাব ডিভিশনে নিয়োগ করা হবে।
রাজা আশা কর্মী পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বেতন, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
নোটিশ নম্বরঃ 2031
নোটিশ প্রকাশের তারিখঃ 15.06.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
আশা কর্মী (Asha Karmi)
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতিমাসে 4500 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরে বিচার করা হবে।
এছাড়াও আবেদন প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমাঃ
উক্ত পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 15.06 2022 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ
এখানে সব মিলিয়ে মোট 186 টি শূন্যপদে নিয়োগ করা হবে
আবেদন পদ্ধতিঃ
- উপরে উক্ত আশা কর্মী পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
- আলাদা আলাদা সাব ডিভিশন অনুযায়ী নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
- আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন পত্রটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- বসবাসের প্রমাণপত্র।
- স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
The Block Development Officer, _______ Development Block, At ________ B.D.O Office, At _______ P.O ________ P.S _______ Dist – North 24 Parganas, Pin – _________.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 15.07.2022 |
আবেদন শুরু | 15.07.2022 |
আবেদন শেষ | 26.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
বারাসাত সাব ডিভিশনঃ Download
বনগা সাব ডিভিশনঃ Download
বসিরহাট সাব ডিভিশনঃ Download
ব্যারাকপুর সাব ডিভিশনঃ Download
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-