২০২২ সালের শেষের দিকে পশ্চিমবঙ্গে এক এক করে চাকরির নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেইমতো রাজ্যের অর্থ দপ্তরে (Finance Department) কর্মী নিয়োগের জন্য নতুন একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অধীনে পরিচালিত হবে।
তাই রাজ্যের যে সমস্ত চাকরিপ্রার্থীরা সরকারি চাকরির অপেক্ষায় বসে রয়েছে তাদের জন্য চাকরির এটি ভালো সুযোগ হতে পারে। তবে আপনার কাছে একটাই অনুরোধ, আবেদন করার আগে এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শূন্যপদ কয়টি রয়েছে, নিয়োগ প্রক্রিয়া কিরূপ এবং কিভাবে আবেদন করতে হবে তা ভালো করে জেনে নেবেন।
West Bengal Finance Department Recruitment 2022
রাজ্যের অর্থ দপ্তরে নিয়োগের বিস্তারিত তথ্য (West Bengal Finance Department Recruitment Details)
বিজ্ঞপ্তি নম্বর: 13/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 03.12.2022
আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে।
পদের নাম:
অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস (Audit and Account Service)
মাসিক বেতন:
পে লেভেল 16 অনুযায়ী প্রতি মাসে 56,100 থেকে 1,44,300 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
বয়সসীমা:
18 থেকে 36 বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। বয়সের হিসাব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কমার্স বিষয়ে গ্রাজুয়েশন পাস করে থাকলে আবেদন করা যাবে অথবা, “Institute of Chartered Accountants of India” এর মেম্বার অথবা “Institute of Cost Accountants of India” এর মেম্বার হিসেবে নিযুক্ত থাকতে হবে অথবা, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন থেকে দুই বছরের finance এর উপর MBA/PGDM (FINANCE) এর পোস্ট গ্রাজুয়েশনের ডিগ্রী থাকতে হবে।
শূন্যপদ:
- ফ্রেশ ভ্যাকান্সি- 23 টি
- ব্যাকলগ ভ্যাকান্সি- 2 টি
মোট শূন্যপদ:
সব মিলিয়ে মোট 25 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
নিম্নলিখিত কয়েকটি ধাপে প্রার্থী বাছাই করে রাজ্যের অর্থ দপ্তরের উক্ত পদে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা (প্রিলিমিনারি এবং মেইন)
- মেডিকেল পরীক্ষা (Medical Examination)
- নথিপত্র যাচাই করুন (Documents Verification)
- ইন্টারভিউ (Interview)
আবেদন করার প্রক্রিয়া:
(1) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোন মাধ্যমে আবেদন করা যাবে না।
(2) শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং ইচ্ছুক চাকরি প্রার্থীদের প্রথমে WBPSC এর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আগে কোন সময়ে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে পুনরায় রেজিস্ট্রেশন করার দরকার নেই।
(3) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে বা রেজিস্ট্রেশন করা থাকলে আবেদনকারীকে লগইন করতে হবে। লগইন করে পদ নির্বাচন সহ দরকারি বিভিন্ন তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করে নিতে হবে।
(4) ফর্ম ফিলাপ হয়ে গেলে একবার ভালো করে তথ্যগুলি মিলিয়ে নিতে হবে এবং সবশেষে আবেদন ফি জমা দিয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন ফি:
অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীদের 210 টাকা জমা করতে হবে। তবে পশ্চিমবঙ্গের SC, ST এবং PwBD শ্রেণীর আবেদনকারীদের জন্য কোনরকম আবেদন ফি লাগছে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 03.12.2022 |
আবেদন শুরু | 14.12.2022 |
আবেদন শেষ | 04.01.2023 |
বিঃদ্র:নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 3,608 শূন্যপদে কর্মী নিয়োগ