রাজ্যের একটি জেলার অন্তর্গত DM অফিসের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্লার্ক কাম কম্পাউন্ডার পদ সহ অন্যান্য বিভিন্ন পদে আবেদনকারী প্রার্থীরা সরাসরি মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন।
উক্ত চাকরির জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
চলুন আর বেশি সময় নষ্ট না করে একে একে জেনে নিই আবেদনের জন্য বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা মোট শূন্য পদ বেতন কাঠামো নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ন তথ্য।
Clerk Cum Compounder Recruitment
নোটিশ নম্বরঃ 48T/sw – Hug
নোটিশ প্রকাশের তারিখঃ 22.07.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ ক্লার্ক কাম কম্পাউন্ডার (Clerk Cum Compounder)
বেতনঃ এই পদের জন্য প্রতি মাসে বেতন হিসেবে 12,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ক্লার্ক কাম কম্পাউন্ডার পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 বছর থেকে 37 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
(2) পদের নামঃ জুনিয়র সোশ্যাল ওয়ার্কার (Junior Social Worker)
বেতনঃ এই পদের জন্য প্রতি মাসে বেতন হিসেবে 12,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
(3) পদের নামঃ শিক্ষক (Teacher)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে বেতন হিসেবে 12,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 2 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
(4) পদের নামঃ টেইলারিং ইন্সট্রাক্টর (Tailoring Instructor)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে বেতন হিসেবে 10,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ টেইলারিং ইন্সট্রাক্টর পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
(5) পদের নামঃ মিউজিক টিচার (Music Teacher)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে বেতন হিসেবে 12,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ মিউজিক টিচার পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ বা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 01 টি।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
- কম্পিউটার টেস্ট
- ভাইভা (Viva Voce)
নিয়োগের স্থানঃ
হুগলি জেলাতে নিয়োগটি করা হবে।
আবেদন পদ্ধতিঃ
উপরিউক্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট hooghly.nic.in তে গিয়ে আবেদন করতে পারবেন।
সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
এরপরে নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে, আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 22.07.2022 |
আবেদন শুরু | 22.07.2022 |
আবেদন শেষ | 09.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-