পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের অফিস থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, নাইট গার্ড, সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে এই নিয়োগটি করা হবে। তবে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই ছেলে-মেয়ে সকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবে।
এই চাকরির জন্য বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে সব থেকে ভাল বিষয় হচ্ছে লিখিত কোন পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
আর বেশি দেরি না করে এইবার আমরা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরপর জেনে নেব। এক্ষেত্রে কোন কোন পদে নিয়োগ করা হবে, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন পদে কয়টি করে শূন্যবাদ রয়েছে, ইন্টারভিউ কবে এবং কোথায় নেওয়া হবে ইত্যাদি তথ্য গুলি নিচে থেকে একে একে দেখে নিন।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) গ্রুপ-সি (Group-C)
(2) গ্রুপ-ডি Group-D)
(3) নাইট গার্ড (Night Guard)
(4) সিকিউরিটি গার্ড (Security Guard)
(5) প্রাইমারি গেস্ট টিচার (Primary Guest Teacher)
(6) আপার প্রাইমারি গেস্ট টিচার (Upper Primary Guest Teacher)
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, শুন্যপদ
(1) পদের নাম: গ্রুপ-সি
শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত গ্রুপ সি ক্যাটেগরির কর্মচারী হতে হবে।
শূন্যপদ: 7 টি
(2) পদের নাম: গ্রুপ-ডি
শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত গ্রুপ সি ক্যাটেগরির কর্মচারী হতে হবে।
শূন্যপদ: 6 টি
(3) পদের নাম: নাইট গার্ড
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই অবসরপ্রাপ্ত Ex-serviceman/ NVF/ Home Guard হিসেবে কাজ করে থাকতে হবে।
শূন্যপদ: 3 টি
(4) পদের নাম: সিকিউরিটি গার্ড
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই অবসরপ্রাপ্ত Ex-serviceman/ NVF/ Home Guard হিসেবে কাজ করে থাকতে হবে।
শূন্যপদ: 2 টি
(5) পদের নাম: প্রাইমারি গেস্ট টিচার
শিক্ষাগত যোগ্যতা: সরকারি বা সরকারি সহায়তা প্রাপ্ত যেকোনো স্কুলের পাস গ্রাজুয়েট ট্রেন্ড অবসরপ্রাপ্ত শিক্ষক (Pass Graduate Trained Retired Teacher) হতে হবে।
শূন্যপদ: 16 টি
(6) পদের নাম: আপার প্রাইমারি গেস্ট টিচার
শিক্ষাগত যোগ্যতা:
- নির্দিষ্ট বিষয়ে পোষ্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
- বিএড (B.Ed) অথবা অন্য ট্রেনিং ডিগ্রি থাকতে হবে।
- সরকারি বা সরকারি সহায়তা প্রাপ্ত যেকোনো মাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক (Retired Secondary School Teacher)হতে হবে।
শূন্যপদ: 4 টি
বয়সসীমা:
উপরে উল্লেখিত সমস্ত পদের ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীদের বয়স 64 বছরের কম থাকতে হবে। বয়সের হিসাব করা হবে 01/01/2023 তারিখ অনুযায়ী।
নিয়োগের স্থান:
ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন স্কুলে নিয়োগ করা হবে। কোন কোন স্কুলে নিয়োগ করা হবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তির ২ নম্বর পেজে লিস্টের আকারে দেওয়া রয়েছে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া:
গ্রুপ-সি, গ্রুপ-ডি সহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে কোন রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ: 16/01/2023 এবং 17/01/2023
ইন্টারভিউ এর সময়: সকাল 10:00 টা থেকে দুপুর 1:00 টো পর্যন্ত এবং দুপুর 2:00 টো থেকে বিকেল 5:00 টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে।
ইন্টারভিউ এর জন্য আবেদন:
এই চাকরির জন্য আগে থেকে আবেদন করার বা কোথাও আবেদন পত্র পাঠানোর বা অনলাইনে আবেদন করার কোন দরকার নেই।
আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ের দিন তার শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন ডকুমেন্টস গুলি নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে।
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে অ্যাকাডেমিক এবং নন টিচিং স্টাফ নিয়োগ
🎯 পশ্চিমবঙ্গে ডাক্তারদের মাসিক বেতন কত?
🎯 রাজ্য সরকারের ২ টি নতুন প্রকল্প