রাজ্যের চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল এন্ড ফিসারি দপ্তরের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের পশু এবং মৎস্য বিশ্ববিদ্যালয়ে ইয়ং প্রফেশনাল পদে এই নিয়োগ করা হবে।
রাজ্যে ইয়ং প্রফেশনাল পদে যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনোরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়েরর মাধ্যমে নিয়োগ করা হবে।
আসুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক ইয়ং প্রফেশনের পথে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন বয়সীমা আবেদন পদ্ধতি নিয়ম পদ্ধতি সহ সমস্ত তথ্য।
নোটিশ নম্বরঃ TMC/Apprentice/Corr./2021-22/31
নোটিশ প্রকাশের তারিখঃ 04.06.2022
আবেদনের মাধ্যমঃ সরাসরি ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
ইয়ং প্রফেশনাল II (Young Professional – II)
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতিমাসে টাকা 35,000 বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
পুরুষ আবেদন প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। মহিলা আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায় SC/SC প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যানিমেল হেলথ বা অ্যাকোয়াকালচার বা ফিশারিস বা মাইক্রোবায়োলজি বা বায়ো কেমিস্ট্রি বা বায়োটেকনোলজিতে মাস্টার্স করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ
01 টি।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
উক্ত পদের জন্য কোনোরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র নিয়ে উপস্থিত হতে হবে।
সবার প্রথমে নিচে দেওয়া লিংক থেকে নোটিসের সাথে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং উল্লেখিত নথিপত্রগুলি আবেদন পত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
সবশেষে আবেদনপত্র ও নথিপত্রগুলি নিয়ে ইন্টারভিউয়ের দিন সঠিক ঠিকানায় উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- এছাড়াও আরও অন্যান্য নথিপত্র।
ইন্টারভিউয়ের ঠিকানাঃ
Farmers Hestel, Director of Research, Extension and Farms, WBUAFS, Belgachia, Kolkata – 700037.
ইন্টারভিউয়ের সময়ঃ 12.00 A.M
ইন্টারভিউয়েরর তারিখঃ 29.07.2022
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- আনন্দধারা প্রকল্পে BDSP পদে চাকরি
- রাজ্যের কৃষি ও সেচ দপ্তরে কর্মী নিয়োগ
- অনেকগুলি শূন্যপদে স্বাস্থ্য দপ্তরে চাকরি