পশ্চিমবঙ্গের বন বিভাগে কর্মী নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জু অথোরিটি- এর তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে প্রার্থীরা অফলাইন এবং অনলাইন দুই ভাবেই আবেদন করতে পারবে।
এইবার আমরা জেনে নেবো ঠিক কোন পদে বন বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে, শুন্যপদের সংখ্যা কয়টি আছে, মাসিক বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং আবেদন কিভাবে করতে হবে।
নোটিশ মেমো নম্বরঃ 716/05/NBWAP/2021-22
নোটিশ প্রকাশের তারিখঃ 14.03.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমেই আবেদন করা যাবে।
পদের নামঃ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant)
বেতনঃ প্রতি মাসে 22 হাজার 400 টাকা
বয়সসীমাঃ ৩৫ বছরের কম বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ ভালো অ্যাকাডেমিক রেকর্ড সহ কমপক্ষে ৫৫% নম্বর পেয়ে Zoology/ Wildlife বিষয়ে M.Sc করা থাকতে হবে।
শুন্যপদঃ 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান অফিসিয়াল ওয়েবসাইট www.northbengalwildanimalspark.in এ জানানো হবে।
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল (১ বছরের জন্য নিয়োগ করা হবে, যা ২ বছর পর্যন্ত বাড়ানো হবে)।
আবেদন প্রক্রিয়াঃ
অফলাইন এবং অনলাইন যেকোনো একটি প্রক্রিয়ায় আবেদন করা যাবে।
অফিসিয়াল নোটিশের ২ নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া রয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ঐ নোটিশটি ডাউনলোড করে ফর্মটি A4 মাপের পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে পুরন করতে হবে। ফর্ম পুরনের পরে ফর্মের সাথে শিক্ষাগত যোগ্যতা সহ আরো কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।
অফলাইনে আবেদন পত্র জমাঃ
কেউ যদি অফলাইনে আবেদনপত্রটি জমা করতে চাই তাহলে তাকে আবেদন ফর্ম এবং কাগজগুলিকে একটি খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে- Director, North Bengal Wild Animal Park.
অনলাইনে আবেদন পত্র জমাঃ
অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে ইমেলের মাধ্যমে। আবেদন করার ফর্ম এবং ডকুমেন্টগুলিকে নিয়ে একটি পিডিএফ বানিয়ে নিতে হবে। তারপর ঐ পিডিএফ (PDF) ফাইলটিকে এই ইমেলে পাঠিয়ে দিতে হবে- [email protected]
আবেদন ফিঃ আবেদন করার জন্য টাকা লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 14.03.2022 |
আবেদন শুরু | 14.03.2022 |
আবেদন শেষ | 21.03.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-