কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দপ্তর থেকে আবারো এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো দপ্তরে (Wildlife Crime Control Bureau)-তে এই নিয়োগটি করা হবে। এখানে বেশ কিছু স্থায়ী পোষ্টে শূন্যপদ থাকায় কর্মী নিয়োগ করা হবে।
আবেদনকারী প্রার্থীদের হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে। ভালো বিষয় হলো এখানে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সমগ্র ভারত তথা রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
নিচের প্রতিবেদনে এই চাকরিতে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হলো। আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নিন।
Wildlife Crime Control Bureau Recruitment 2023
নোটিশ নম্বরঃ 2-8/WCCB/2022/3735
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
বন্যপ্রাণী নিয়ন্ত্রণ দপ্তরে নিয়োগের বিস্তারিত তথ্য (Wildlife Crime Control Bureau Recruitment Details)
পদের নাম
হেড কনস্টেবল (Head Constable)
বেতন
এই পদের জন্য পে লেভেলে 4 অনুযায়ী প্রতিমাসে 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের জন্য যোগ্যতা
পে লেভেল 4 এর অন্তর্গত অ্যানালোগাস পোষ্টে কর্মরত প্রার্থীরা বা পে লেভেল 3 এর অন্তর্গত কনস্টেবল পদে কর্মরত প্রার্থীরা বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা ইউনিয়ন টেরিটোরিস বা ফরেস্ট ও ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট বা RPF, CBI & NCB বা সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের অন্তর্গত প্রার্থীরা আবেদন করতে পারবে।
বয়সসীমা
আবেদনকারি প্রার্থীর বয়স 56 বছররের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মোট শূন্যপদ
এখানে সর্বমোট 15 টি শূন্যপদ রয়েছে।
নিয়োগ পদ্ধতি
হেড কনস্টেবল পদের জন্য আবেদনকারী প্রার্থীর কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো থেকে প্রকাশিত এই হেড কনস্টেবল পদের জন্য সমস্ত প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে তা নিচে আলোচনা করা হলো।
(1) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
(2) এরপরে 3 নং পেজে থাকা অবস্থিত আবেদনপত্রটিকে ডাউনলোড করে সেটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।
(3) এরপর আবেদনপত্রটিকে সমস্ত তথ্য দিয়ে ভালোভাবে পূরন করতে হবে।
(4) আবেদনপত্র পূরন করার পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলিকে জেরক্স ও সেল্ফ আ্যটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
(5) সবশেষে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথীপত্র একটি খামে ভরে নিচের ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
To The Additional Director General, Wildlife Crime Control Bureau, Trikot – 1, Bhikaji Cama Place, New Delhi – 110066.
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 03.08.2022 |
আবেদন শুরু | 03.08.2022 |
আবেদন শেষ | 09.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Click Here |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 WBPSC-র তরফ থেকে ২ টি চাকরির বিজ্ঞপ্তি জারি
🎯 রাজ্যের HIDCO ভবনে গ্রুপ-C চাকরি