ICAR-National Institute of Veterinary Epidemiology & Disease Informatics থেকে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই চাকরির জন্য সবথেকে ভালো বিষয় হচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শুন্যপদ কয়টি আছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে তা নিচে এক এক করে জানানো হচ্ছে। আবেদন করার আগে অবশ্যই জেনে নিন।
ICAR Young Professional Recruitment
নোটিশ নম্বরঃ 12-22/NIVEDI/22-23/
নোটিশ প্রকাশের তারিখঃ 24.05.2022
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) ইয়ং প্রফেশনাল (Young Professional-I)
(2) কোঅর্ডিনেশন অ্যাসিস্ট্যান্ট (Coordination Assistant)
বেতনঃ প্রতি মাসে 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ইত্যাদি করা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অফিসিয়াল নোটিশের ২ নম্বর পেজে দেওয়া আছে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে।
শুন্যপদঃ
(1) ইয়ং প্রফেশনাল- 25 টি
(2) কোঅর্ডিনেশন অ্যাসিস্ট্যান্ট- 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
Walk-in-Interview বা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না।
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল। (31.12.2022 তারিখ অবধি কাজে নিয়োগ করানো হবে)। এই সময়ের পরে প্রয়োজনে কাজের সময়সীমা বাড়ানো হতে পারে।
ইন্টারভিউয়ের স্থানঃ
ICAR-National Institute of Veterinary Epidemiology and Disease Informatics, Yelahanka, Bengaluru-560064.
ইন্টারভিউয়ের তারিখঃ
01.06.2022, 02.06.2022 এবং 03.06.2022 তারিখে ইন্টারভিউ হবে।
ইন্টারভিউয়ের দিন করনীয়ঃ
ইন্টারভিউয়ের দিন আবেদনকারীকে একটি ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে। ফর্মের সাথে বেশ কিছু দরকারী ডকুমেন্টও সঙ্গে করে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আগে থেকে আবেদনপত্র কোথায় জমা করার দরকার নেই।
অ্যাপ্লিকেশন প্রফর্মাটি অফিসিয়াল নোটিশের 9 নম্বর পেজে দেওয়া আছে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করা যাবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-