IBPS এর মাধ্যমে 4545 টি ক্লার্ক পদে নিয়োগ, 21 জুলাই এর মধ্যে অনলাইনে আবেদন করুন

4545 Clerk Posts Recruitment through IBPS, Apply Online by 21st July

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) সর্বভারতীয় ক্লার্ক পদে নিয়োগের জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ, ibps.in- এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের 21 জুলাই, 2023 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

দেশের পুরুষ, মহিলা সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড়ো সুযোগ। আরও বিশদভাবে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

যে পদে নিয়োগ হবে-
ক্লার্ক পদে নিয়োগ হবে।

মোট শূন্যপদ-
এখানে মোট 4545 টি শূন্যপদ রয়েছে।
এর মধ্যে Bank of India তে রয়েছে 335 টি, Central Bank of India তে 2000 টি, Punjab & Sind Bank এ 210 টি, Punjab National Bank এ 1500 টি এবং Canara Bank এ 500 টি শূন্যপদ।

যোগ্যতা-
ভারতীয় নাগরিক হতে হবে এবং যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। যে রাজ্যে প্রার্থীরা আবেদন করতে চাইছেন, সেই রাজ্যের ভাষা জানতে, লিখতে এবং পড়তে পারতে হবে।

বয়সসীমা-
20 থেকে 28 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই ট্রেনিংএ আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম-
ব্যাঙ্কের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি-
নিয়োগ করা হবে প্রিলিমিনারি এবং মেনস এই দুটি পরীক্ষার উপর ভিত্তি করে। English, Reasoning Ability, Numerical Ability নিয়ে প্রিলিমিনারি পরীক্ষা হবে।
অন্যদিকে, মেনস পরীক্ষায় থাকবে General/ Financial Awareness, General English, Reasoning Ability & Computer Aptitude এবং Quantitative Aptitude বিষয়গুলি।

আবেদন পদ্ধতি-
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.ibps.in ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। এর পরে একে একে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সাথে আপলোড করতে হবে নিজের স্বাক্ষর। সব শেষে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য-
এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC প্রার্থীদের 850 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। অন্যদিকে, SC /ST /PWD দের 175 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

আবেদনের তারিখ-
21/07/2023 তারিখের 23.59 pm এর মধ্যে এখানে আবেদন করে ফেলতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleমাধ্যমিক পাশে অনলাইনে আবেদনের মাধ্যমে ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন
Next articleরাজ্যের পৌরসভায় চাকরি, 50 হাজার টাকা মাসিক বেতন | Siliguri Municipal Corporation Recruitment

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here