ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 30 হাজার টাকা | Indian Airport Recruitment 2023

Airports Authority of India Recruitment 2023

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখানে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ প্রকাশ- 03/2023

যে পদে নিয়োগ হবে –

(1)পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস)/Jr. Assistant (Office)

শূন্যপদ- এখানে মোট 9 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীকে মাসিক 40,000 টাকা করে দেওয়া হবে।

(2) পদের নাম- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট) / Sr. Assistant (Accounts)

শূন্যপদ- এখানে মোট 9 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের B.Com এ গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীকে মাসিক 36,000 টাকা করে দেওয়া হবে।

(3) পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ / Junior Executive (Common Cadre)

শূন্যপদ- এখানে মোট 237 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীকে মাসিক 31,000 টাকা করে দেওয়া হবে।

(4) পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ / Junior Executive(Finance)

শূন্যপদ- এখানে মোট 237 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের B.Com এ গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। ফিনান্সে ICWA/CA/MBA থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীকে মাসিক 31,000 টাকা করে দেওয়া হবে।

(5) পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ / Junior Executive (Fire Services)

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Fire Engg./Mechanical Engg./Automobile Engg. এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীকে মাসিক 31,000 টাকা করে দেওয়া হবে।

(6) পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ / Junior Executive (Law)

শূন্যপদ- এখানে মোট 18 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ল এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীকে মাসিক 31,000 টাকা করে দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে এখানে।

নিয়োগ স্থান 

প্রার্থীদের ভারতের যে কোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.aai.aero ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষ প্রার্থীদের 1000 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। SC /ST /PwD/মহিলা দের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের তারিখ 

আবেদনের শুরুর তারিখ 05/08/2023
আবেদনের শেষ তারিখ 04/09/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-C পদে চাকরি

👉 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নিয়মে বদল, পাল্টে গেলো শিক্ষাগত যোগ্যতা

👉 ভারতের সেরা ৮ টি বেশি বেতনের সরকারি চাকরি, কি কি চাকরি জেনে নিন

👉 স্টেট ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ 

👉 ফুড SI এর ফর্ম ফিল আপ কত তারিখে শুরু হবে? জারি হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি

👉 রাজ্যে IIT খড়্গপুরে AI কোর্সে ভর্তি চলছে, কোর্স করেই চাকরির সুযোগ

Previous articleNTPC তে অনেকগুলি শূন্যপদে চাকরি, 30 আগস্ট অবধি অনলাইনে আবেদন চলবে | NTPC Recruitment 2023
Next articleকল্যাণী AIIMS এ চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ | Kalyani AIIMS Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here