ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি, 15 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে | Indian Coast Guard Recruitment 2023

Indian Coast Guard Group A Recruitment 2023

indiancoastguard.gov.in-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে ইন্ডিয়ান কোস্ট গার্ডে দেশব্যাপী বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানের পদগুলি গ্রুপ-A গ্রেডের। সমস্ত পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে সব পদে নিয়োগ করা হবে

1. জেনারেল ডিউটি / General Duty

শূন্যপদ- এখানে 25 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- কেবলমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথেম্যাটিক্সে 55% এবং 60% নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- 25 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে 01 Jul 1998 থেকে 30 Jun 2002 তারিখের মধ্যে।

2. কমার্শিয়াল পাইলট লাইসেন্স / Commercial Pilot License

যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথেম্যাটিক্সে 55% নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। সাথে কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা- 25 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে 01 Jul 1998 থেকে 30 Jun 2004 তারিখের মধ্যে।

3. টেক / Tech

শূন্যপদ- এখানে 20 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- কেবলমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথেম্যাটিক্সে 55% এবং ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- 25 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে 01 Jul 1998 থেকে 30 Jun 2002 তারিখের মধ্যে।

4. ল এন্ট্রি / Law Entry

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- 60% নম্বর সহ ল পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে 01 Jul 1993 থেকে 30 Jun 2002 তারিখের মধ্যে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য https://joinindiancoastguard.cdac.in এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য

GEN, OBC, EWS প্রার্থীদের 250 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু 01/09/2023 তারিখে এবং আবেদনের শেষ দিন 15/09/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ফুড SI এর দুর্নীতি আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত PSC কমিশনের, এইভাবে প্রশ্ন করা হবে

👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ

👉 রাজ্যে 762 টি শূন্যপদে স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 মাধ্যমিক পাশে রাজ্যের হোস্টেলে গ্রুপ-D পদে চাকরি, শীঘ্রই আবেদন করুন

👉 রাজ্যে CMOH এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

Previous articleইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের হস্টেলে গ্রুপ-D চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next articleটাটা মেমোরিয়াল সেন্টারে ক্লার্ক, গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 18 হাজার টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here