মালাঞ্জখন্ড কপার প্রজেক্ট, হিন্দুস্তান কপার লিমিটেডের তরফে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
কেবলমাত্র মাধ্যমিক পাশেই এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নোটিশ নং- HCL/MCP/HR/Trade App. /2023
নোটিশ প্রকাশ- 04/07/2023
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
ট্রেড অ্যাপ্রেন্টিস / Trade Apprentice
শূন্যপদ
এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে, যা নিম্নরূপ:
1. Mate (Mines)
10 টি শূন্যপদ রয়েছে। 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
2. Blaster (Mines)
20 টি শূন্যপদ রয়েছে। 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
3. Diesel Mechanic
20 টি শূন্যপদ রয়েছে। 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
4. Fitter
16 টি শূন্যপদ রয়েছে। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
5. Turner
16 টি শূন্যপদ রয়েছে। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
6. Welder (Gas & Electric)
16 টি শূন্যপদ রয়েছে। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
7. Electrician
36 টি শূন্যপদ রয়েছে। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
8. Draughtsman (Civil)
4 টি শূন্যপদ রয়েছে। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
9. Draughtsman (Mechanical)
3 টি শূন্যপদ রয়েছে। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
10. Computer Operator & Programming Assistant
20 টি শূন্যপদ রয়েছে। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
11. Surveyor
8 টি শূন্যপদ রয়েছে। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
12. AC & Refrigeration Machine
2 টি শূন্যপদ রয়েছে। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
13. Mason (Building Constructor)
4 টি শূন্যপদ রয়েছে।
14. Carpenter
6 টি শূন্যপদ রয়েছে।
15. Plumber
5 টি শূন্যপদ রয়েছে।
16. Horticulture Assistant
4 টি শূন্যপদ রয়েছে।
17. Instrument Mechanics
4 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে ITI পাশ করে থাকতে হবে।
বয়সসীমা
এই পদের জন্য সর্বোচ্চ 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বৃত্তির পরিমাণ
এই পদের জন্য নিয়ম অনুযায়ী প্রার্থীদের মাসিক বৃত্তি প্রদান করা হবে।
নিয়োগ পদ্ধতি
মাধ্যমিক এবং ITI তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.apprenticeship.gov.in এই ওয়েবসাইটে গিয়ে Hindustan Copper Limited, Malanjkhand Copper Project অপশনটি বেছে নিতে হবে। এর পরে প্রার্থীরা www.hindustancopper.com এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদনের তারিখ
আবেদন শুরু 06/07/2023 তারিখে এবং আবেদনের শেষ দিন 05/08/2023 তারিখ।
নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে 19/08/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- ৬,৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্যকর্মী নিয়োগ
- রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে অনেকগুলি পদে চাকরি
- কেন্দ্রে বাণিজ্য ও শিল্প দফতরে কর্মী নিয়োগ
- পশ্চিমবঙ্গে নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ